হাসছো তুমি হাসছো হাসো
তাতে আমার দুঃখ নেই,
তোমার সুখে আমার যে সুখ
হয়তো তোমার জানা নেই।
আজ আমি ভালোবাসি
বলছি তোমায় রোজ খুব,
ইচ্ছে করেই দিচ্ছো না যে
আজকে আমার প্রেমে ডুব।
বৃষ্টির দিন যায় ফুড়িয়ে
চৈত্রে মাটি শুস্ক হয়,
মাটির মতই জল পিপাসু
হবে তোমার ঐ হৃদয়।
আজ হয়তো থাকছো দুরে
করে অগুর অভিমান,
জল পাবে না কোন একদিন
প্রেম যমুনায় করতে স্নান।