অন্ধকার ঐ গভীর রাতে
বাকা চাঁদের হাসি,
তারা গুলো উড়ে উড়ে
বললো কাছে আসি।
ভালোবাসা চাই যে শুধু
চাইনা কারো প্রেম
ভালোবাসায় নাইকো বাধা
প্রেমে অনেক প্রবলেম।
জোনাকিরা বললো এসে
দল বেধে ঐক্য,
ভালোবাসা আর প্রেম দুই
এক নয় পার্থক্য।
বলল এসে প্রেমের পুড়া
গায়ের প্রতিবেশি
ভালোবাসায় সুখ থাকে
প্রেমে দুঃখ বেশি।
ভালোবাসা সার্বজনীন
প্রেম ব্যক্তিগত,
প্রেম অনলে পুড়ে হৃদয়
হয় ক্ষত-বিক্ষত।