তোমার বাড়ি আমার বাড়ি একই পথে চলা,
বিকেল হলে দুজন মিলে খেলছি কদমতলা।
প্রাথমিকে ভালোবাসা বুঝিনি আর তখন,
তবুও কেনো তোমায় দেখে কেমন হতো মন।
বললে তুমি প্রাথমিক নয় পড়তে হবে অধিক,
এবার আমার পড়াশুনা হলো যে মাধ্যমিক।
তোমার কথায় জীবনটাকে গড়তে জ্ঞানের আলোয়,
ভর্তি হলাম শহরের প্রাচীন উচ্চ বিদ্যালয়।
আমি এখন শহরেতে তুমি রইলে গ্রামে,
মাঝে মধ্যে কাব্য লিখি বন্ধু তোমার নামে।
গ্রামে গিয়ে খুজি যখন পেলাম না আর তোমায়,
তোমার এখন বসবাস হয় অন্য ঠিকানায়।
প্রাথমিকের প্রীতিলতা স্বামীর বাড়ি গেলো।
আমার জীবন আগের মতোই রইলো এলোমেলো।
হঠাৎ করে পড়লো মনে অতীত দিনের কথা,
গাছের গায়ে লিখেছিলাম ভালোবাসার কথা।