শেষ বেলাতে বই মেলাতে হয়েছিল দেখা,
সেই বিকেলে হারিয়ে গেলে আর হলো না দেখা,
পাহাড় থেকে নদী বেকে যায় সে যত দুর,
তোমার খুঁজে আঁখি মুদে ছুটছি অচিনপুর।
দিবসান্তে এই বসন্তে পাবো কি আর তোমায়,
দাঁড়িয়ে আছি বাড়িয়ে দু হাত স্বপ্ন মোহনায়।
দুটি চোখে তোমায় দেখে পূর্ণ হবে হৃদয়,
নতুন করে তোমার তরে হবে প্রেমের উদয়।
সেই আশাতে এই মনেতে তোমার নামটি লিখে,
কত নিশি ছিলাম উদাসী ঘুম ছিলো না চোখে।
সেই যে প্রাতে আমার সাথে দিলে যখন দেখা,
ঠিক তখনই ও সজনী ঘুরলো জীবন রেখা।
তোমার আমার জীবন তরী এক নদীতে ভাসা,
হৃদয় মাঝে একই স্বপ্ন একই ভালোবাসা।
আজো আছি পাশাপাশি নিয়ে আনন্দ ব্যাথা
তোমার জন্য জীবন ধন্য পেয়ে প্রেমের পূর্ণতা