আজকে আমার জন্মদিনে
প্রিয়া গো আজ কোন কাননে
কোন বা বনে আপন মনে তুলছো প্রেমের ফুল,
আজ আমাকে দিবে কি গো কনকচাঁপার দুল।
আজ ঐ আকাশে ডাকছে কোকিল ডাকছে শালিক ছা,
আজ সকল ভুলে যাচ্ছে দুলে মনের বাগিচা।
আজকে সখি এমন দিনে
রাখছো কি গো আমায় মনে
দেখছো কি গো আপন মনে নীল গগনের চাঁদ,
আজকে না হয় দাওগো খুলে তোমার সকল বাধ।
ও বিনধি এবার যদি নাইবা তুমি পারো,
অপেক্ষাতে রইবো আমি শুধুই তোমারো।
আসছে বছর এমন দিনে
থাকবে কি সই আমার সনে
মিলেমিশে দুইজনে পালন করবো জন্মদিন,
তোমার ছোঁয়ায় পুর্ণ হবে আমার জন্মদিন।