তুমি কাঁদলে আমি কাঁদি আমি কাঁদলে হসো,
জানিনা প্রিয়াসী আমায় কতটা ভালোবাসো।
তোমার আমার চিন্তা ভাবনা মিল নেই একদম,
আমি না হয় রয়েই গেলাম একটু অন্যরকম।।
তুমি যখন জোছনা আলোয় আমি তখন আঁধারে,
নীঝুম রাতে প্রিয়া তুমি ভাবো কি আমারে,
নিত্য সাথী ভাবি তোমায় জ্বালিয়ে বাতি মোম।
তোমার থেকে আমি প্রিয় একটু অন্যরকম।।
চাঁদের আলো ফুলের সুভাস নাইবা নিলাম তোমার মত,
আপন হৃদে তোমায় বেঁধে ভাবলাম না হয় অবিরত।
তোমার মাঝেই আমার সুখ শান্তি যে পাই পরম,
তোমার আমার ভালোবাসা সত্যি অন্যরকম।