সেই দিনের সেই কথা গুলো মনে পড়ে বার বার,
কিছু কিছু অমর স্মৃতি তোমার আর আমার।
চুপি চুপি দেখা করা আলতো আলিঙ্গন,
কখনো আমায় নিয়ে দেখতে কত স্বপন।
একটা দিন না দেখলে আমায় কাঁদতে অঝোরে,
ভালোবাসি অনেক অনেক বলতে জড়িয়ে ধরে।
দেখতে দেখতে বিশটি বছর দিলে তুমি পাড়ি
বিধির বিধানে যেতে হলো তোমায় অন্যের বাড়ি।
হারাতে তো চাইনি তোমায় তবুও হারিয়ে গেলে,
তোমার দোষ নেইকো তাতে লিখা কপালে।
তোমার আমার দুইজনার পথ দুই দিকে আজ ভাগ,
তিলে তিলে পুড়ছে সকল প্রেমের অনুরাগ।