মিলন মেলার কিছু কথাPost20170205033503
শ্রদ্ধেয় কবি কবির হুমায়ুনের ‘‘মিলন মেলা-২০১৭’’ পোষ্টটি দুদিন ধরে শুধু পড়ছি, কি মন্তব্য করবো ভাষা খোঁজে পাচ্ছিনা, উনার পোষ্টের পর আর লেখার মত কিছু নেই, তবুও মনের কথা বলছি। অনেক অানন্দ করেছি মিলন মেলায়, সবাইকে পেয়ে একদম শিশু হয়ে গিয়ে ছিলাম, ভালো লাগার বিষয় এই যে, আমাদের পরিচয় ছিল একটাই আমরা সবাই কবি, এখানে বড় ছোট বেদাবেদ ছিল না, হয়তো স্বাভাবিক ভাবে, ইনি আমার স্যার উনার সাথে এরকম আচরণ ঠিক হবে না, উনি আমার বস উনার সম্মুখে এভাবে কথা বলতে পারবো না, এই যে স্তর, তা সেখানে ছিলনা, শুধু কবিদের মিলন নয় মনেরও মিলন হয়ে গেছে, আমার মন আজও পড়ে আছে সেই মিলন মেলার কবিদের মাঝে, আর সব কবি আমার মনে, খুব মনে পড়ছে সবাইকে, কখনো ঢাকা যাইনি, আমাদের এখানের কয়েকজন ভাই গিয়েছিলেন উনাদের সাথে গিয়েছিলাম. তাই উনাদের সাথেই আসতে হয়েছে, ভাইদের সাথে আলাপের আগেই শ্রদ্ধেয় কবি কবির হুমায়ুনের কাছ থেকে বই মেলার তথ্য জেনে নিয়েছিলাম, আর সেখানে গিয়ে উনার বুকের মধ্যেই ঠাই নিয়েছিলাম সবার আগেই। তারপর সবার সাথে পরিচয়। আমার বাড়ি যদি কাছে হতো, আমার মন চাই ছিলো আরো কিছু সময় থাকার, যাই হোক সবার দেখা পেয়েছি তাতেই আমি ধন্য, অসংখ্য ধন্যবাদ জানাই, প্রিয় কবিদের এ আয়োজন করার জন্য।
আলোচনাটি ১১২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৫/০২/২০১৭, ০৩:৫১ মি: