দেখো চোখের জল করছে টলমল
মুছবে না কভু জানি,
শেষ সম্বল এটাই আমার
দুই চোখের পানি।
খুশি থেকো তবু হে অভিমানি।
চোখের করুণ জলের চেয়ে
রক্ত যদি হয় দামি,
রক্ত ঝরিয়েও তোমার মন
চাই বারে বার আমি।
তবুও তুমি খুশি থেকো হে অভিমানি।
কাঁদাবে কাঁদাও ঝরাও দুচোখ
পাষাণে বেঁধে অন্তর,
যা ইচ্ছা তাই করো শুধু
করোনা আমায় পর।
মুছো না কভু আমার লেখা
প্রেম কাহিনী, হে অভিমানি।
আমার চোখের জল যদি
এক ফোটা হয় খাটি,
তোমার মনের অহংকার একদিন
করে দেবে মাটি।
বিশ্বাস আমার তাই নিয়ে বাইছি তরণী,
মাঝ নদীতে ডোবাইও না হে অভিমানি।