একটা সময় ছিলো তোমাকে পাগলের মত ভালোবাসতাম,
একদিন কথা না বললে থাকতে পারতাম না।
যেদিন কথা বলতে পারতাম না,
আমার কন্না পাড়ার লোক শুনতে পেতো,
বলতো কি হয়েছে?
বৌদি বলতো ফোন হারিয়ে গেছে।
পরিশেষে দেখলাম আমার এ কান্না
তোমার কাছে কিছুই নয়,
তোমার আচরণে বুঝতে পারলাম
তুমি আমাকে আর আগের মত ভালোবাসনা,
অামার কাছে টাকা নেই,
পরে দেখলাম তুমি টাকাওয়ালা
লোককে বিয়ে করলে,
ছেড়ে গেলে আমাকে।
দেখো আজ আমার অনেক টাকা
বাড়ির গাড়ীর অভাব নেই
অভাব শুধু একমুটো ভালোবাসার,
তোমার দিকে তাকালে আমার বড্ড কষ্ট হয়
কি ভুলটাই না তুমি করলে,
আজ কোথায় গেলো তোমার টাকাওয়ালা মনের মানুষ,
আজ তোমার সিথিতে সিদুর নেই, হাতে শাখা নেই,
নেই পরণে রঙ্গিন কাপড়, সব কিছু আজ সাদাকালো।
বড় কষ্ট হয় তোমার জন্য, ফিরে আসতে চাইলে
ফিরে আসতে পারো আমার কাছে,
না না আমায় আর ভালোবাসতে হবেনা,
রোজ প্রভাতে তোমার মুখখানি দেখতে পারবো
তাতেই আমার সুখ,
বড় ভালোবেসে ফেলেছিলাম তোমাকে।
আজো ভালোবাসি