যে তোমাকে যাই বলুক
বলুক যতই খারাপ,
তুমি কিছু মনে করোনা
দিয়ে দাও মাপ।
তাদের কথা যে ভুল তুমি
তা করো প্রমাণ,
দেখবে একদিন তারাই করবে
তোমার জয়গান।
লোকের কথায় কান না দিয়ে
এগিয়ে তুমি চলো,
পিছন ফিরে দেখো না আর
কোথায় কি হলো।
লক্ষ্য তোমার পুরণ হলে
দেখবে পাশে সবাই,
যে তোমাকে ঘৃনা করতো
সেও ডাকবে ভাই।