ফিরবো গো আজ নিজের বাড়ী
ডাক এসেছে ঐ,
মাঝি আজি দ্বার খুলেছে
কেমন করে রই।
তোরা আয়রে কাছে দেয়রে বিদায়
কাদিস নারে কেউ,
আমার যাওয়ার সময় হলো
বাধা দিসনা কেউ।
আমায় পাবি যখন চাইবি
আমার কবিতায়,
বেচে থাকবো এমন করেই
সবার মণিকোঠায়।
আমি ফিরবো নিজের বাড়ী,
এবার না হয় দেয়রে আমায় সকল বাধন ছাড়ি।