ও হে সখি আর কত বাকি
আর কত কষ্টে কাটাবো জীবন,
বেসেছিলাম ভালো কেন এমন হলো
অশ্রু জলে আমার ঝড়ালে নয়ন।
আমি তো চাইনি রুপ চাইনি দেহ,
তবু কেনো আমায় করো মিছে সন্দেহ।
আমি তো ভালোবেসে চেয়েছিলাম মন,
ও হে সখি আর কত বাকি আর কত কষ্টে কাটাবো জীবন।
কেনো তুমি আমার সাথে এমনই বা করলে,
আঘাত দিয়ে আমায় নিজেই নিঠুর হলে।
আজো যে তোমার জন্য কাঁদে আমার মন,
ও হে সখি আর কত বাকি আর কত কষ্টে কাটাবো জীবন।
এত কিছুর পরেও চাই তুমি ফিরে আসো
আবার নতুন করে তুমি আমায় ভালোবাসো।
আমার এ আর্তনাদ রাখিও স্মরণ,
ও হে সখি আর কত বাকি আর কত কষ্টে কাটাবো জীবন।