নিজে আমি নিজেই যে কি পারিনি বুঝতে,
নিজেই আমি ব্যর্থ সদা নিজেকে খুঁজতে।
আলো দেখে পা বাড়িয়ে সামনে দেখি আঁধার,
এগিয়ে গিয়ে পিছিয়ে পড়ি আমি বারংবার।
নেই বুজি আর বেশি বাকি দুই আঁখি মুজতে,
ছন্নছাড়া হয়ে আমি পারবো কি বাঁচতে।
নিজের মাঝে থাকি আমি নিজের মাঝে নেই,
হঠাৎ করে পাইনা খুঁজে নিজেই নিজেকেই।
আজো আমি পারিনিকো নিজেকে গুছাতে,
নিজের সন্ধান পাইনি আজো নিজের মনেতে।
কতজন কে হাসাই আমি কত জনকে কাঁদাই
সবার মন রাখতে গিয়ে নিজেই উচট খাই।
তোমাদের ঋন কখনো আমি পারবো না শুজতে,
স্মৃতি গুলো থাকবে মনে পারবো না ভুলতে।