আমার মাঝে নেইরে আমি আমার মাঝে এখন,
তোর মাঝে বন্দক রেখেছি আমার দেহ মন।
আমার মনের খাস জমিনে তোর নৃত্য বাস,
ইচ্ছে মত করে যাচ্ছিস যা ইচ্ছা তাই চাষ।
তবুও তুই বোঝলি নারে আমার মনের বেদন।
আর কত ঝড়াবো বল আমার দু নয়ন।
ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে আজ,
মান ছেড়েছি, কুল ছেড়েছি, ছেড়ে দিয়েছি লাজ।
তবুও তুই আমায় নিয়ে খেলছিস প্রতিক্ষণ,
ধৈর্য্য কত ধরবো রে আর মানছে নারে মন।
বন্ধুরে তুই আমার দিকে দেখরে নয়ন তুলে,
সন্দেহ তোর যাই আছে সব যা রে ভুলে।
আমায় তুলে নেয় রে কুলে ঠিক আগের মতন,
তুই ছাড়া আর কে মিটাবে আমার জ্বালাতন।