চোখ ছোটে যায় বারে বারে দেখি তব ছায়া,
মম হৃদয়ে রেখে গেছো অপার প্রেমের মায়া।
ভুলিবো কেমনে তব মমতা মনে যা রেখেছি গাথি,
আছে যে যতনে হৃদয় ভুবনে রেখেছি আচল পাতি।
এসে তুমি মনের বাগানে প্রেমের ফুল ফুঠাতে।
দিয়েছো যে পরশ তুমি পারিনা ভুলিতে।
আমায় তুমি জড়িয়ে ধরে জালিয়েছো আগুন,
প্রতি রজনী ও গো সজনী বেড়ে চলেছে দিগুন।
যতই দেখি তুলে অাঁখি মিটেনা তো স্বাদ,
লোকে বলে কত কথা মেনে নেই অপবাদ।
তুমি ছাড়া জীবন আমার বড়ই শুন্যতা,
তুমি হীনা প্রেম কি করে পাবে পূর্ণতা।
জীবনের প্রদীপ অনাহাসে যদি কভু ঝড়ে যায়,
হৃদ মন্দিরে করিও খুঁজ আমায় পাবে সেথায়।
আমার দৃষ্টি থেকে দুরে যদি যাও মন থেকেতো নয়।
তোমাকেই শুধু চেয়েছি আমি জেনেছো নিশ্চয়।
সুখে দু:খে পাশে থেকো বুকে দিও ঠাই,
মান অভিমান ভুলে গিয়ে তোমাকেই যেনো পাই।
ভুল বোঝে কভু মোরে করো না কো পর,
শত অপবাদে আনন্দ বিষাদে পাশে থেকো জনমভর।
তুমি যে আছো দিবস রজনী মোর ভাবনাতে,
তাড়িয়ে দিলেও আসিব ফিরে মিশবো তোমাতে।
তুমি প্রতি রোজ নিও গো খুঁজ শুনাইও মধুর বাণী।
মম প্রাণে আবার দিও তুমি সে পরশ খানি।