আপন মোহে বেঁধে মোরে করছো কেমন খেলা,
ক্ষণে হাসায় ক্ষণে কাঁদাও করো অবহেলা।
তুমি ছাড়া চাই না কিছু এ কথা যেনে,
চোখের জ্বলে আমার বুক ভাসাও কি কারণে।
ভালো যদি বাসো আমায় এমন কেনো করো,
নাকি তুমি মিথ্যে আমার হাতটি চেপে ধরো।
মাঝে মাঝে বুকের মাঝে জড়িয়ে কেনো নাও,
যদি তুমি ক্ষাণিক পরে আমায় ফেলে দাও।
বুঝিনা তোমার মতি গতি বুঝিনা পিরীতি।
আসলে কি এমনই তোমার ভালোবাসার নীতি।
তুমি ছাড়া থাকতে পারিনা ইটাই দুর্বলতা।
চোখের জলে বুক ভেসে যায় ভেবে তোমার কথা।
যতই জ্বালাও যতই পোড়াও কাঁদাও বারে বার,
সকল ভুলে কুলে তুলে নিও গো একবার।
আপন ভেবেই তোমার কাছে যাবো বারে বার।
কাছে এসে একবার বলিও আমি শুধু তোমার।