হারিয়ে ছিলাম তোমার মাঝে সেই দিনের সেই প্রাতে,
আপন ভেবে হাতখানি সই রেখে ছিলাম হাতে।
পেলাম না আর দীর্ঘ্য সময়
ঝড় উঠলো কাপলো হৃদয়
ভাগ্যে লেখা ছিলো বোধয় প্রেম বিলাতে,
ধরা পড়ে গেলাম দুজন সবার চোঁখেতে।
ভুলে দুজন গিয়েছিলাম লজ্জা কাকে বলে!
মধুর প্রেমের আলিঙ্গনে ডুবে ছিলাম বলে।
সইলো না সই এমন সুখ
দেখে পেললো গাঁয়ের লোক
প্রেমের কালি ঢাকলো এ মুখ ভালোবাসি বলে।
নিত্য এখন কাঁদে এমন ভাসি নয়ন জলে।
তোমায় পেয়ে কাছে গিয়ে হারিয়ে গেলাম নিজে।
ভালোবাসার পরশ নিতে দুটি আঁখি মুঝে।
সেটাই ছিলো জীবনের ভুল
তাই ঝড়েছে প্রেমের ফুল
সাথে আমার গেল মান কুল প্রেমের জ্বলে ভিজে,
আমি কি আর আছি সখি সেই প্রেমিকের সাঁজে?