তুমি ছাড়া দিশেহারা কোথায় আমি যাবো,
নতুন করে তোমার মাঝে আবার হারাবো।
নতুন করে প্রেম বাঁশিতে তুলবো নতুন সুর,
শুনবে তুমি নিশি জাগি লাগবে সুমধুর।
তমাল তলায় কৃষ্ণ সেজে অপেক্ষা করবো,
নতুন করে তোমার মাঝে আবার হারাবো।
বলবো তোমায় নতুন করে বলবো মনের কথা,
শুনবে তুমি কর্ণ পাতি থাকবে নীরবতা,
একটু খানি উষ্ণ পরশ তোমায় এবার দিবো,
নতুন করে তোমার মাঝে আবার হারাবো।
বর্ষা ভরা এক বিকেলে নতুবা সন্ধ্যায়,
প্রেম বিলাতে যাবো তোমার মনের বারান্দায়।
নতুন করে প্রেমের চাদর তোমায় জড়াবো,
নতুন করে তোমার মাঝে আবার হারাবো।
মিটিয়ে দিবো তোমার মনের ক্লান্তি সারাদিনের,
অর্জিত সব তোমায় দেবো সারা জীবনের।
তোমায় একটু কাছে পেতে হাতটি বাড়াবো,
নতুন করে তোমার মাঝে আবার হারাবো।