এ কেমন পরিক্ষা নিচ্ছো দিচ্ছো কেমন দিন,
হাসি মুখ হয়ে যাচ্ছে আঁধারে মলিন।
আমি চাইনি কিছু,
তবু কেনো কষ্ট আমার ছাড়েনি পিছু।
চোখের জলে ভেসে যায় বুক,
কপালে কি নেই কোনো সুখ।
হে বিধাতা,
তুমি কি দিয়ে লিখেছো আমার জীবনের কবিতা।
নিরাশায় নিরাশায়
বোবার মত দাড়িয়ে আছি নেই কোনো উপায়।
নেইকো শক্তি পাবো মুক্তি করবো প্রতিবাদ,
তবুও কাল বৈশাখী ঝড়ে ভাঙ্গে জীবন নদীর বাধ।
দাড়ি ক্ষমা ছাড়াই লেখা ছন্দ যা তা।
তুমি কি দিয়ে লিখেছো আমার জীবনের কবিতা।