আমি দাড়িয়ে আছি তোমার আশায় চিরচেনা পথে,
আসবে জানি কোনো একদিন হয়তো মনো রথে।
আমি অপেক্ষার প্রহর গুনে কাটাচ্ছি সময়,
দেখে তোমায় নয়ন জুড়ায় মন ভরে আলোয়।
শুধু একবার প্রিয় আবার যেনো দেখা হয়।
অামি প্রহর গুনতে প্রিয় একটু ক্লান্ত নই,
তোমার জীবন বীনায় সুর তুলিতে বেকুল বড়ই হই।
লাজ লজ্জা ভুলেই গেছি ভুলে গেছি ভয়,
তোমায় পাবার কাছে যাবার বড়ই ইচ্ছে হয়।
শুধু একবার প্রিয় আবার যেনো দেখা হয়।
অনেকদিন হয়ে গেলো তোমার দেখা নেই,
আছি বসে এখনো তোমার আশাতেই।
আসবে জানি এই মানি অন্য কিছু নয়,
দেখা দিও খবর নিও যদি সময় হয়।
শুধু একবার প্রিয় আবার যেনো দেখা হয়।
ভাসবো ভালো তুলবো কুলে করবো বড়ই আদর,
তোমার গায়ে জড়িয়ে রবো হয়ে প্রেমের চাদর।
তুমি আপন পর তো নয় করছি না আমি অভিনয়।
হবো ধন্য তোমার জন্য যদি দেখা হয়,
শুধু একবার প্রিয় আবার যেনো দেখা হয়।
সকল ফেলে কাছে এলে এলেই যখন কাছে,
দুরে কেনো থাকছো এখন কি করে প্রাণ বাঁচে।
থেকো না গো আর দুরে মন যে আমার একা পুড়ে,
যাচ্ছি জলে প্রেম অনলে কাঁদছে এ হৃদয়।
শুধু একবার প্রিয় আবার যেনো দেখা হয়।