থেমে নেই আমি থেমে নেই,
চলছি অজানা পথে
নাই বা কেউ থাকুক সাথে
ভয় নেই আমার ভয় নেই।
হাত পা যখন আছে,
থাকবো কেন লুকিয়ে পিছে।
দুনিয়াকে যাবো আমি একদিন জয় করেই,
ভয় নেই আমার ভয় নেই।
পাই আমি যতই বাধা
সত্য পথে থাকবো সদা
অহংকারের জ্যামে আমি অাটকা পড়ে নেই,
থেমে নেই আমি থেমে নেই।