দেখতে দেখতে করলে তুমি আঠারো বছর পার,
আমার কাছে নেইকো তুমি দেবো কি উপহার।
ইচ্ছে মনে ঠিকই আছে
থাকতে যদি আমার কাছে
ফুলে ফুলে সাজিঁয়ে তোমায় করিতাম রঙ্গিন।
দুরে থেকেও জানাই তোমায় শুভ জন্মদিন।
আঠারো বছর আগে তুমি এলে ভুবনে,
ধীরে ধীরে মিশে গেলে আমার জীবনে।
তোমার সাথে হলো পরিচয়
বিনিময় হলো হৃদয়
প্রেমের সূর্য হলো উদয় আঁধার হলো মলিন,
ভালোবাসায় বেঁধে বলি শুভ জন্মদিন।
পারবো নাকো হঠাৎ করে তোমার কাছে গিয়ে
চমকে দিতাম তোমায় আমি বরণ ঢালা দিয়ে
তুমি এখন অনেক দুরে
তবুও আছো হৃদয় জুড়ে
তোমার জন্য নয়কো আমি একটু সঙ্গিহীন,
হৃদয় দিয়ে বলি তোমায় শুভ জন্মদিন।
মনের আশা রইলো মানে হলো না প্রকাশ,
একা বসে আজো আমি করছি তোমার আশ।
পেলো না ইচ্ছে পূর্ণতা
রইলো মনে গোপন ব্যথা
মিটেনি মিটেনি প্রিয় তোমার দেওয়া ঋন
শুভ হোক শুভ হোক প্রিয় তোমার জন্মদিন।
আধাঁর পরে আলো নিয়ে সূর্য যেমন আসে,
হয়তো তোমায় কোনো একদিন পাবো আমার পাশে।
পাখ-পাখালি ধরবে গান
নদীর বইবে কলতান।
খুশিতে মন করবে তখন তা ধিনা ধিন ধিন
শালিক পাখি জানিয়ে দেবে তোমার জন্মদিন।