কিছু মানুষ পাশে থাকে
স্বার্থ সিদ্ধির জন্য,
মুখে থাকে মিষ্টি কথা
অন্তর তাদের জগন্য।
কিছু মানুষ কাছে থেকে
করে শুধু অভিনয়,
মুখে তারা অনেক কিছু
কাজে তারা কিছুই নয়।
কিছু মানুষ আশা দিয়ে
করে কাজ উদ্ধার,
সুখ দু:খ না বুঝে
করে মিথ্যে কষ্টের ভাগিদার।
কিছু মানুষের মুখের কথায়
ভাবা যায় কত সেরা,
ভালো করে ভাবলে দেখা যায়
ওরা ধানের নিচের নেরা।
কিছু মানুষের অন্তরে থাকে
শুধুই কুটনীতি
ঠগিয়ে খেয়ে অন্যদের
ঘটায় দুর্গতি।
আশা দিয়ে ভাঙ্গে আশা
ওরা কি মানুষ,
পশুর চেয়েও বাদ ওরা
ওরা সকল ফানুস।
কিছু মানুষ এমন বলে
সবাই এরকম নয়,
ভালো মানুষ আছে বলে
ধরনী আছে মধুময়।