ভালোবাসি বলে তুমি এত কাছে এলে,
মনে দিয়ে প্রেমের ছোঁয়া আবার চলে গেলে ।
দুই আঁখি ঝড়িয়ে তুমি কি বা সুখ ফেলে,
তোমায় ভালোবাসি বলে।
এসব যদি ছিলো মনে কি ছিলো কাছে আসার,
ভালো যদি নাই বাসলে অভিনয় কি ছিলো দরকার।
যদি যাবে চলে,
আমি আজো পথ চেয়ে আছি ভালোবাসি বলে।
তোমার মুখ দেওয়া থালায় আমি খাবার দেবো কাকে,
মনের মাঝে আপন সাঁজে ঠাই দেবে কে।
আমি পারবো নাকো দ্বিতীয়বার ভাসতে নয়ন জলে,
তোমায় শুধু চাই গো আমি ভালোবাসি বলে।
কাছে যখন এসেই গেছো করো নাকো পর,
এমন করে ভেঙ্গো নাকো আমার মনের ঘর।
কাছে এসে ভালোবেসে যেওনা কো চলে,
মরণ বরণ করতে পারি ভালোবাসি বলে।