হয়তো আজ একা একা বাইবো জীবন তরী
তোমায় ভেবে নিত্য দিনে ঝরবে চোঁখে বারি।
তোমায় ভেবে প্রভাত হবে রাত্র জাগরণে,
সবই তোমার কারণে।

বুকে চেপে ধরে ছিলাম
এত ভালোবেসে ছিলাম
এত ভাবা ভেবে ছিলাম নীরব নির্জনে,
কিছুই চাইনি আমি তুমি বিহনে।

চেয়ে ছিলাম ভালোবেসে
থাকবো তোমাতে মিশে
হারিয়ে না যাই যেনো কোনো এক দিনে,
অবশেষে হারিয়ে গেলাম বিনা কারণে।


আমি ছিলাম তোমার কাছে ক্ষানিক ভালো লাগা,
তাইতো তুমি এমন করে দিলে দাগা।
উপহার রাত্রি জাগা কাঁদি গোপনে,
কষ্ট নিয়ে বেচে আমি তোমার কারণে।

চলে গিয়ে দুরে তুমি হলে এতই পর,
চালা বিহীন দেয়াল ভেঙ্গে, ভাঙ্গলো মনের ঘর।
স্বার্থপর হয়ে তুমি ছুড়লে আমায় অরণ্যে,
শেষ বিদায় জানাইও এসে আমার মরণে।