একটু না হয় কাছে যাবো
একটু মনের স্বাদ মেটাবো
একটু না হয় তোমায় পাবো হাত বাড়ালে,
এসো না গো প্রিয়ে আমার একটু আড়ালে।
মান অভিমান যাও গো ভুলে
নাও গো আমায় তোমার কুলে
ক্ষতি কি দাও গো বলে একটু জড়ালে,
সকল ফেলে আসো প্রিয়ে একটু আড়ালে।
একটু আমায় করলে অাদর
না হয় আমায় ডাকলে বাদর
না হয় তোমার প্রেমের চাদর আমায় পরালে,
আসো না গো প্রিয়ে আমার একটু আড়ালে।
আজ না হয় এই গোপনে
মিলবো এবার দুইজনে
মিলন হবে মনে মনে নীরব অন্তরালে
আসো না গো প্রিয়ে আমার একটু আড়ালে।
না হয় যৌবন করলে দান
নোনাজলে করলে স্নান
প্রেম যে হবে চির অম্লান আজি ভিজলে,
এসো না গো প্রিয়ে আমার একটু আড়ালে।
ফুটবে মুখে নবীন হাসি
বলবো তোমায় ভালোবাসি
ইচ্ছে আমার রাশি রাশি বলবো কর্ণমুলে,
এসো না গো প্রিয়ে আমার একটু আড়ালে।