একটি কবিতা লিখবো বলে
জেগেছি সহস্র রাত,
ঘুরেছি পৃথিবীর অজানা পথে
দেইনি কিছু বাদ।
তবুও রয়ে গেলো বাকি,
তোমার পৃথিবী দেখা হয়নি তাই ঝরে আঁখি।
একটি কবিতা লিখবো বলে
তোমায় ভেবেছি শতবার,
কবিতায় তোমার কথা আমি
লিখেছি বারংবার।
তবুও পাইনি পূর্ণতা,
আজো আমায় যায় কাঁদিয়ে লুকানো ব্যথা।
তোমার পৃথিবীর প্রকৃতিক রূপ
হয়নি আমার দেখা,
তাই আজো হয়নি আমার
প্রেমের কবিতা লেখা।
আমি পাইনি তার সন্ধান।
না দেখেও বন্দনা করি তোমার রূপ চির অম্লান।