তুমি শীতল ভোরের হিমেল হাওয়া,
হৃদয়ের চাওয়া পাওয়া।
নীরবে লুকিয়ে থাকা মনের কিছু কথা।
ওগো কবিতা।।
তোমায় আমার সঙ্গি করে জীবন হলো ধন্য,
আমায় ছেড়ে কোথায় কভু যেওনাকো অন্য।
তুমি ছাড়া নিঃশ্ব আমি জানে বিধাতা,
ওগো কবিতা।
তোমার কথা ভেবে এখন কাটে আমার দিন,
তুমি ছাড়া মনে হয় আমি সঙ্গিহীন।
তোমারই নাম এই হৃদয়ে হয়ে গেছে গাঁথা।
ওগো কবিতা।