তোর কানে দেখেছিলাম কনক চাপার ফুল,
করেছিল পাগল আমায় তোর নাকেরই দুল।
তোর ঐ ঠোটে চাঁদ উঠে একটি নজর দেখে,
হারিয়ে ছিলাম হঠাৎ করে ভীন্ন স্বপ্নলোকে।
ঘটলো আমার মনের মাঝে কি যে গন্ডগুল,
পেয়ে তোরে জড়িয়ে ধরে করলাম একি ভুল।
মান করিসনা কিছু ভাবিসনা এইতো প্রেমের খেলা,
করিসনারে আমায় ও তুই একটু অবহেলা।
তোর জন্য মন কাঁধে
নীরব প্রেমের ঘর বাধে
দিসনারে তুই কভু আমায় ভুল বুঝে জ্বালা,
তুই ছাড়া মন বড়ই একা বড় একেলা।
যাসনা রে তুই দুরে সরে দুর অজানায়,
রাকবো তোরে এমন করে মনের আঙ্গিনায়।
বুকের ভেতর রাখবো তোরে
থাকবো পাশে এমন করে
এমন করেই কাটাবো দিন মিলে দুজনায়,
হারিয়ে কভু যাসনারে তুই দুর অজানায়।