হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি
হঠাৎ জেগে উঠি,
হঠাৎ আবার জীবন থেকে
নিতে চাই ছুটি।
হঠাৎ আমি ঝরে যাই
হঠাৎ ফুটে উঠি,
হঠাৎ আবার মনে জাগে
স্বপ্ন মুটি মুটি।
হঠাৎ আবার কেঁদে ফিরি
হঠাৎ আবার হাসি,
হঠাৎ আবার স্বপ্ন নিয়ে
সুখ সাগরে ভাসি।
হঠাৎ করে থেমে যাই
হঠাৎ করে চলি,
ভাবনা আমার ছন্নছাড়া
কারে যে কি বলি।
হঠাৎ করেই কাছে আসা
মিথ্যে মাখামাখি,
হঠাৎ করেই যাবে উড়ে
আমার জীবন পাখি।