পৃথিবী ঘুমিয়ে গেছে,
আজ আকাশের তারা বড় নিস্তব্দ,
চাঁদে একটু আলো নেই
মনটাও ভালো নেই
আজ নেই একটু ঝি ঝি পোকার শব্দ।
এই তুমি কি বলতে পারবে?
আজ মন কেন অশান্ত,
হেটেছি অনেক পথ
ঘুরেছি অনেক জগৎ
তোমার কাছে আজ আমি বড় ক্লান্ত।
তুমি খুলে দিয়েছো দ্বার
দেখ সকলি আধার
তবুও আমি আজ পথভ্রান্ত,
তোমাকে নিয়ে অনেক কবিতা লিখেছি
কালি শুকিয়েছি ছেড়া পাতায়,
যখন তোমার খাতা এগিয়ে দিয়েছো
কলমে কালি নেই হারিয়ে গেলাম আবার ব্যর্থতায়।
আমি বার বার গেছি থেমে
তোমার অভিমানের জ্যামে
পারিনা এগুতে ভালোবাসা নিয়ে,
ও গো প্রিয়সী আমি যে ভালোবাসি
দিওনা কভু আমায় একা বানিয়ে।
তুমি দাও গো আমায় ধার
ফেরত দেবো আবার
একটু উষ্ণতার কালি ।
কলম পূর্ণ করি,
লিখবো এবার সেই কবিতা
এগিয়ে দাও তোমার খাতা,
এই কবিতাই হবে সেই কবিতা
সৃষ্টির ধারা বহে যাওয়ার এক বহমানতা।
একটু জ্বালাও উষ্ণতার আলো
লাগুক কিছুটা ভালো
থেমে যাক থেমে যাক
তৃষ্ণার্থ হৃদয়ের ডাক,
সহস্র কবি লিখছে কবিতা
আমি আজ নির্বাক।