আমি যাইনি এখনো সেথায়,
তবুও তার পরশ পাই প্রতি কবিতায়।
যেখানে রয়েছি নিবীর আলিঙ্গন
স্বপ্ন ছোয়া প্রেমের বন্দন
কোমল ওষ্ঠে তমুল চুম্বন
আধাঁর নীরবতায়।
আমি যাইনি এখনও সেথায়।
আমি দেখিনি এখনো নারীর সেই রুপ
পাতাল পুরির উতাল যে কুপ
যে কুপে প্রেমিক দেয় যে ঝুপ
প্রাণের পিপাসায়,
আমি যাইনি এখনো সেথায়।
আমার এখনো আসেনি সে রাত,
প্রেম কুমারির গায়ে রাকবো হাত,
নিরঘুমে হবে প্রভাত
প্রেমের মালা গাথায়।
আমি যাইনি এখনো সেথায়।
আমি দেখিনি কুমারির আধাঁরের ফুল
ঘ্রাণ এ প্রাণ করবে বেকুল
হাত দিয়ে করবে যে ভুল
কামের তৃষ্ণায়।
আমি যাইনি এখনো সেথায়
আমার এখনো আসেনি সেই ক্ষণ
হবে প্রেমের মধুর মিলন
প্রেম সাগরে ভাসবো দুজন
স্পর্শ কাতরতায়।
আমি যাইনি এখন সেথায়।