উদয় দিনমনি নাই যামিনী জোনাক নিবে গেলো,
ফুঠলো যে ফুল ভ্রমর বেকুল মধু খেতে গেলো।
দেখো ভোর হয়ে গেলো।

শ্যামল দেশে সবুজ ঘাসে পড়ছে কোয়াশা,
ঐ বাবুই পাখি আপন মনে বাঁধছে দেখো বাসা।
ক্ষাণিক আধার ঐ  কর্ণধার পাল যে তোলে গেলো
দেখো ভোর হয়ে গেলো।

দুর মসজিদে মুয়াজ্জিনের আযান যেমন শুনি,
গাঁয়ের বধু মন্দিরেতে দিচ্ছে ঘন্টা ধ্বনি।
জমিনের ধান ছড়িয়ে ঘ্রাণ মন যে মাতালো।
দেখো ভোর হয়ে গেলো।


২৬/০৯/১৬ইং ভোর ৪.৪৮ মিনিট