ভালোবাসার ফুল নিয়া,
থাকবো পথে দাড়াইয়া,
তুমি কি আসবে হে মোর প্রিয়া।
ওহে সুজন আসবো আমি মনেরই পথে,
তুমি অপেক্ষায় থেকো সেই খানেতে।
দেখা করবো দুজনাতে গভীর নির্জনেতে,
প্রেমের সাগরেতে যাবো ভাসিয়া।
তোমার কথায় খুশি হলাম খুশি আমার মন,
এক সাথে দুজনার হবে বন্ধন.
গড়বো মোরা প্রেম বৃন্দাবন যাবে তুমি চমকিয়া।
এমন করে বলো নাকো দুষ্টুমি করোনা,
তোমার দেওয়া সূখ আমি সইতে পারবো না।
তোমার এমন কথায় আমি যাচ্ছি লাজে মরিয়া।।
লজ্জা পাচ্ছো কেন রাধে বলোনা তুমি,
তুমি তো আমার ওগো তেমারইতো আমি,
প্রেমের জেলে দুটি আসামী ভয় আর পেওনা তুমি,
নাওনা তোমার মনের ঘরে আমায় বরণ করিয়া।
আসামী যখন হয়েই গেছি ভয় কি বলো আর,
হৃদয় থেকে বলছি আজ আমি শুধু তোমার,
আসো দুজন হই একাকার ধরণী যাক চমকিয়া ।