রাত্র গভীর সকল স্তভীর স্বপ্ন জেগে রয়,
ফুল বিছানায় প্রিয়া তোমায় পেতে ইচ্ছে হয়।
খেতে মধু তোরে শুধু শুধুই মনে হয়,
তোর মাঝে আজ হারিয়ে গেছি আমার মাঝে নয়।

তোর বাকা চুলে হাত ভুলিয়ে অঙ্গ করে এক,
যা কিছু তোর সকলি মোর নয়ন খুলে দ্যাখ।
ছল বলে নয় প্রেম দিয়ে তোর মন করেছি জয়,
তোর জন্য আজ ভয় ভুলেছি আমার জন্য নয়।

দেখছি তোরে ক্ষণে ক্ষণে
উদাস যে তোর আলিঙ্গনে,
প্রেম চাঁদ আজ মন গগনে হয়েছে উদয়।
তোর মাঝে আজ আলো দেখেছি আমার মাঝে নয়।

তোর চোঁখে চোঁখ রেখে উঠলো কেপে বুক,
তোর মাঝে পেয়েছি আজ ভালোবাসার সূখ.
তুই রইলে দূরে মনে যে পুড়ে কাঁদে এ হৃদয়,
তোর মাঝে আজ ডুব দিয়েছি আমার মাঝে নয়।

জেগে উঠে তোর ঐ ঠোঁঠে ইচ্ছে দিতে চুম,
নিদ্রাবিনে দুই নয়নে আসছে না যে ঘুম।
রাত হয়েছে বড়ই নিঝুম জোনাক হেসে কয়,
তোর মাঝে আজ ছড়াই আলো আমার মাঝে নয়।

স্বপ্ন গুলো এলোমেলো ছড়িয়ে পড়ছে আজ,
ভাবনা কি ঠিক যাচ্ছে যে দিক ছেড়ে সকল লাজ।
স্তব্দ যে কাজ মন কেন আজ তোর মাঝে বিরাজ রয়,
তোর মাঝে আজ হই সন্ধানি আমার মাঝে নয়।

তোরে পেয়ে পাশে মন যে হাসে হাসে রাতের তারা,
তোর মনে আজ বৈয়ে দেবো প্রেমের গঙ্গা ধারা ।
আমার মনে রাত্রদিনে এমনই ঢেউ বয়,
তোর মাঝে আজ ভেসে গেছি আমার মাঝে নয়।

এমন করেই বাঁজে যেন তোর পায়েরই নুপুর,
এমন করেই প্রতিটি রাত হয় যেন গো ভোর।
শিশির যেমন ঘাসের ভুবন দখল করে রয়,
তোকেই আজ করছি দখল অন্য কারে নয়।

ভেঙ্গে দিয়ে সকলই বাঁধ,
হয়েছি আজ বড়ই উল্মাদ,
পেতে গিয়ে প্রেমেরই স্বাদ সব করেছি ক্ষয়,
তোর মাঝে সব বিলিয়ে দিবো অন্য কারে নয়।

তোর যৌবনেরই ফুল ফুটেছে ঘ্রাণ গিয়েছে ছাড়ি,
তোর মৌবনেরই ভ্রমর আমি প্রেমের পূজারী।
তোর ফুঠানো ফুল তুলতে বেকুল মন যে কেমন হয়,
তোর মাঝে আজ হারিয়ে গেছি আমার মাঝে নয়।


তোর পরশে মন হরশে ভুলে গেছি সবি,
তোর রূপ নগরে কলম ধরে হয়েছি আজ কবি।
তোর হৃদয় পাতায় মোর কবিতায় লিখা যেন রয়,
তোরেই ভালোবেসে ছিলাম অন্য কারে নয়।


১৯/০৯/২০১৬ ইং, রাত ২,৪০ মিনিট