এইতো মোদের মিলন মেলা
কবিতার আসরে,
কবিতায় মাঝে বিলিয়ে দেই প্রেম
সুখ পাই অন্তরে।
একে অন্যের কবিতা পড়ি
নিজে কয়েক লাইন লিখি,
হিংসা নিন্দা নাইকো মোদের
সুখেই মেতে থাকি।
মন্তব্যে শুদ্ধ বা ভুল
আপন ভেবেই বলি,
কবিদের প্রতি রেখে গেলাম
অশেষ শ্রদ্ধাঞ্জলি।
যারা আমাদের ভাবে পাগল
নাইবা মোরা কবি,
তারাই হবে নোনা জলের
অস্পস্ট এক ছবি,
নাইবা আমরা কবি হলাম
তাতে কার বা কি,
আমরা কলম নিয়ে যুদ্ধ করি
হই প্রতিবাদের মুখোমুখি।
আমাদের মত কবি সবার মন
অনেক পরিষ্কার
গালি দিলেও তাদের বলি
মুখ ভরে নমষ্কার।
শুধু বিদায় বেলায় নয়,
তাদের বলি আবার যেন একবার দেখা হয়।