বলবো এমন মেয়ের কথা শুনলে পাবেন হাসি,
চোখের মাঝে বাস করে তার স্বপ্ন রাশি রাশি,
অজানা ভাবনাতে তার কেটে যায় রাত।
চিরচেনা সেই মেয়েটি পপি রানী নাথ।।
কাজল কালো চোখের পাতা বাকা বাকা চুল,
উষ্ণ ঠুঠে ফুটে উঠে তাজা গোলাপ ফুল,
রজনিগন্ধা দেহখানি তার শ্বেত বর্ণের দাত।
চিরচেনা সেই মেয়েটি পপি রানী নাথ।
জানিনা সে সটিক কে জানিনা পরিচয়,
মনের অজান্তে হয়ে গেলো মনের বিনিময়।
বলিনি থাকে ভালোবাসি যদি পায় সে আঘাত।
চিরচেনা সেই মেয়েটি পপি রানী নাথ।