আমার ছোট্ট বাড়ি,
মাটির দেয়াল টিনের চালা দেখতে লাগে ভারি।
নাইকো মোদের বড় বিল্ডিং নাইকো মোদের দালান,
মাটির ঘরেই বসত করি আনন্দ অম্লান।
সুখে দু:খে সবাই মিলে এইখানেই বাস করি।
সে যে আমার বাড়ি ।
অন্যদের মত আমার বাড়িতে নেইকো তেমন কিছু,
আছে আম কাঠাল লুকলুকি আর কয়েক গাছ লিচু।
লেবু আর বেলের রসে তৃষ্ণা দুর করি।
সে যে আমার বাড়ি।