শরতের হীম শীতল কোন এক ভোরে
ইচ্ছে করে ঝড়িয়ে ধরে ভালবাসি তোরে
যেখানে থাকবে শুধুই কোয়াশার আধার,
তরে আমার খুব কাছে চাইবো বার বার।
এতটা কাছে চাই তকে যেখানে থাকবেনা কোন ফাক
দুটি মন করে এক হারিয়ে মুখের বাক।
তারও কাছে চাই যেতে আর অন্তরালে,
কাছে শুধু থাকবি তুই পাবো হাত বাড়ালে।
বেঙ্গে দিয়ে আমি তর সকল লাজ লজ্জা,
শিশির ভেজা ঘাসে করবো মোদের ফুলশয্যা।
হটাৎ কি হল হারিয়ে গেলো স্বপন।
দেখি তুই কাছে নেই ভেঙ্গে গেল মন,
না না ভাঙ্গেনি
দূর আড়াল থেকে শুনতে পেলাম তর রাগিণী।
ডেকে ডেকে বলছিস মোরে
আসো তুমি আমার আরও গভীরে।
দেখো এ স্থান আরো গোপন।
তোমার মত তুমি মোরে করো আলিঙ্গন।
তোমার চুম্বনে মিটিতে দাও আমার তৃষ্ণার্ত দেহ মন।