আমাদের গ্রামখানি অনেক সুন্দর
দেখলে জুড়িয়ে যায় প্রাণ,
কে যেন বারে বারে , ডেকে বলে আমারে,
এ যে বিধাতার অমুল্য দান।
প্রকৃতির শীতল হাওয়া শীতল করে প্রাণ,
রোজ ভোরে মধুর সুরে পাখি শুনায় গান,
বাড়ীর পাঁশে ছড়িয়ে আছে রাবার চায়ের বাগান।
কে যেন আমারে, ডেকে বলে বারে বারে
এ যে বিধাতার অমুল্য দান।
রাবার ফ্যাক্টরির পাশে আছে ফুলের চারা,
ফুলের গন্ধে মন আনন্দে হই দিশেহারা,
চায়ের পাতার সবুজতা দেখলে জুড়ায় প্রাণ।
কে যেন বারে বারে, ডেকে বলে আমারে
এ যে বিধাতার অমুল্য দান।
পাতা খাউরি তলি, গাজীর মোকাম
আমার গ্রামেই রয়,
বাড়ির পাশের মন্দিরেতে প্রতি পূজোই হয়,
বিদ্যালয়, কমিউনিটি সেন্টার রেখেছে অবদান।
কে যেন বারে বারে, ডেকে বলে আমারে
এ যে বিধাতার অমুল্য দান।
গায়ের প্রতি বাড়িতে আছে নানান ফসল,
আম কাঠাল লিচু পেয়ারা তার মাঝে কপল, (পেপে)
লেবু আর বেলের রসে শীতল করে প্রাণ।
কে যেন বারে বারে, ডেকে বলে আমারে
এ যে বিধাতার অমুল্য দান।
মাটে মাটে সোনালী ধান মাঝে মাঝে খাল,
গায়ের অনেকেই মাছ মারে দিয়ে ফ্লেইন জাল,
নয়ন আমার বারে বারে ডেকে বলে আমারে,
এ যে দেখার মত উপযুক্ত স্থান।