আমি রোজ তোমাকে খুঁজি হয়তো তোমার মত নয়,
তোমায় ভেবে আজো কাটে আমার প্রতিটা সময়।
তোমার কেমন হয় বলোনা আজ নিশসংকুছে
ও গো কবিতা তোমার কিসের এত ভয়,
তুমি কি ভাবো এমন করে প্রতিটি রাতে,
আমায় ভেবে কথা বল চাঁদ তারার সাথে।
আমায় কাছে পাওয়ার কি, ইচ্ছে তোমার হয়,
বলোনা আজ নিশসংকুছে কিসের এত ভয়,
রাত যখন গভির হয়, হয়ে যায় নিঝুম,
তোমায় ভেবে কেন জানি আসেনাগো ঘুম,
বলতে পারো তুমি কবিতা কেন এমন হয়,
বলোনা আজ মিষসংকুছে কিসের এত ভয়,
বড় জানতে ইচ্ছে হয়,
তুমি ছাড়া জীবন কেন এত বিষাদময়।