আমি তোমার হাতে আমায় তুলে দিয়েছি
তোমার মত সাঁজিও,
আমি তোমার হাতের বীনা হয়েছি
তোমার মত বাঁজিও।
আমি তোমার চোঁখের অশ্রু হয়েছি
তোমার মত কাঁদিও,
আমি তোমার প্রেমের ভিখারী হয়েছি,
তোমার মত প্রেম দিও।
আমার ভূল কাজেতে করিও মানা,
ভালো কাজে সঙ্গ দিও,
আমি ঝড়ে ভাসি যদি
তোমার মত তোমার বুকে আমাকে ঠাই দিও।