ঈদ এসেছে, ঈদ এসেছে,
খুশির আমেজ মনে,
মিলবো এবার আতীয় স্বজন
প্রায় অনেক দিনে,।
ঈদ এসেছে, ঈদ এসেছে,
চলছে বেচাকেনা,
ঈদ এসেছে বলে সন্তানের
বাবা মায়ের কাছে বায়না,
ঈদ এসেছে, ঈদ এসেছে,
হচ্ছে কত আনন্দ,
ঈদ এসেছে বলে কবির
মনে জেগেছে ছন্দ।
ভুলে সকল বিবাদ দ্বন্দ্ব।
সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা।