ওগো বলনা তরা কেউ কি হবি আমার সজনি,
হৃদয় দিয়ে ভাসবো ভালো দিন রজনি।
ওগো বলনা তরা কে মিলাবি আমার সাথে মন,
স্বপ্ন দিয়ে বাধবো বাসা প্রেমকে করবো আলিঙ্গন।
ওগো বলনা তরা ভালো মন্দ যাই বলার আছে,
আমার এ মনের কথা বলছি তদের কাছে।
ওগো বলনা তরা কে বুঝবি আমার চেখের ভাষা,
তাকেই আমি উজাড় করে দেবো ভালোবাসা ।
ওগো বলনা তরা কে হবি আমার আপনজন,
তাকে নিয়ে সাজাবো আমার প্রেমের বৃন্দাবন।