ভালো তোমার drama প্রিয়  
Good তোমার acting
আমার কষ্ট আমার কাছে পাহাড়
তোমার কাছে Nothing।
একটুখানি  নাইকো Chance
করবো প্রেমের গপ,     (গপ=গল্প)
day তে তোমার হাজার problem
Night এ মোবাইল off ।

আমি আজো বুঝিনি dear
কি চাও আমার কাছে,
নয়নের Tear ছাড়া প্রিয়
কি বা দেবার আছে।
আছে বুক ভরা Love আমার
অন্তর ভরা প্রেম,
তোমার কাছে হয়তো তা
কোনো Children game ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আজো বুঝিনি তোমায় আমি
বুঝিনা তোমার চাওয়া।
আমার আজো হয়নি বুঝি
প্রেমের তরী বাওয়া।
আমার তরী কি এভাবেই ভাসবে
ভীড়বেনা কোনো ঘাটে,
আমার তরীর বৈঠা প্রিয়
দিয়েছি তোমার হাতে।

অশ্রু জলের ভালোবাসা
রইলো তোমার প্রতি,
তুমি শুধু জানো আমার
প্রেমের পরিনতি।
কেন তুমি দেখাও আমায় এত বাহানা,
জানিও মন তুমি ছাড়া
কিছু জানেনা।