অামার ইচ্ছাকে কবর দিয়ে,
তোমার ইচ্ছাকে করেছ কার্যকর,
তবুও ধর্য ধরে আছি
আমি যেন হইনা পর।
তোমার সাথে কথা আমি
যদিও বলি রোজ,
আজ আমি তোমার মনের
পাইনি ঠিক খোঁজ।
তোমার কথারই গুরুত্ব দাও
আমার কথা পাগলের বিলাপ,
তোমায় মন দিয়েছি বলে আমি
করেছি কি এতই পাপ।
তোমার প্রেমের প্রতি আমার
এতই দুর্বলতা,
নিত্য আমায় দাও গো দু:খ
এ কেমন কথা।
আমায় তুচ্ছ ভাবো তোমার
একটু খানি রাগেই,
আমার ইচ্ছার মৃত্যু প্রিয়
হয়েছে অনেক আগেই।