জীবনের কিছু মুহুর্ত হয়ে যায়
হৃদয়ে গাথা,
যা ভাবলে সৃষ্টি হয়ে যায়
হাজার কবিতা।
তোমায় পাওয়া কাছে যাওয়া
আলতো ঠোটের ছোঁয়া,
হুদয়ে জাগায় অবুঝ প্রেম
মনে বয় পাগলা হাওয়া।
আমার অঙ্গে তোমার সঙ্গে
আলতো আলিঙ্গন,
উতাল পাতাল দেয় গো করে
আমার এই মন।
আবার এসে আমার পাশে
থাকে যদি মায়া,
দিয়ে যেও আবার আমায়  
তোমার প্রেমের ছোঁয়া।