ফুলের মত শিশু, কেউ বলে ভগবান কেউ বলে যীশু,
সে ছিল অতি পুণ্যবান পাপ ছিলনা গায়,
দিবস রজনী খেলতো শিশু সুখের দুলনায়।
কখনো সেই শিশু কাদঁতো বালিস ধরে,
সেই দিনের কথা আমার আজও মনে পড়ে।
ধীরে ধীরে সেই শিশুটি হলো কিছু বড়,
থাকতো না আর একটু সময় নিজের হইনা ঘরো।
খেলতে যেত খোলা মাঠে বন্ধুদেরই সাথে,
আপন মনে কবিতা লিখতো বসে নিরব রাতে।
আর পাবোনা এমন দিন ঠিক আগের মতন,
অতীত আর বর্তমান অনেক পরিবর্তন ।
২১/০১/১৬ইং