আজ সবার সাথে হাসি খুশি করছি আমি পলাশ,
কোন একদিন হয়ে যাবো আমি যে লাশ।
ছেড়ে যাবো মায়ার বাঁধন যাবো অনেক দুরে,
সবাই আমায় বিদায় দেবে কোন এক অচিন পুরে।
দু চার মাস পরে সবাই ভুলে যাবো আমায়,
কারণ আমি থাকবো নাতো আর এই ধরায়।
সবাই আমায় মাটি দিয়ে ফিরে আসবে ঘরে,
আমায় কি আর রাখবে মনে আমি মরার পরে।
আমি কবিতা লিখে যাচ্ছি আজ সাবার তরে,
লেখা আমার থাকবে জানি আমি মরার পরে।
জীবনটা বড়ই কঠিন কঠিন এই সংসার,
মায়ার বাঁধন চিন্তা চেতনা সবি যে অসার।
২০/১০/২০১৫ ইং